পৌষ সংক্রান্তির দিন ঠাকুরের অলৌকিক দর্শন | শ্রীশ্রী রামঠাকুরের কাহিনি 🔸 আপনাগো দুই ভাইয়ের কান্ড | শ্রীশ্রী ঠাকুরের লীলা | পৌষ সংক্রান্তি
পৌষ সংক্রান্তির দিন ঠাকুরের অলৌকিক দর্শন | শ্রীশ্রী রামঠাকুরের কাহিনি
🔸 আপনাগো দুই ভাইয়ের কান্ড | শ্রীশ্রী ঠাকুরের লীলা | পৌষ সংক্রান্তিপৌষ সংক্রান্তির দিনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা। শ্রীশ্রী রামঠাকুরের কৃপা এবং তার ভক্তদের প্রতি নিরন্তর নজরদারি আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে, আজ শোনাবো সেই গল্প।
"জয়গুরু জয়রাম। শ্রীশ্রী রামঠাকুরের অলৌকিক লীলার এক নতুন অধ্যায়ে আপনাকে স্বাগত।"
"পৌষ সংক্রান্তিতে আপনাগো দুই ভাইয়ের কান্ডকারখানা দেইখ্যা আমি চইল্যা আইছিলাম"।


শ্রীশ্রী ঠাকুরকে কেউ ফাঁকি দিতে পারে না, বিভিন্ন ঘটনায় বহু আশ্রিত তার অসংখ্য প্রমাণ পেয়েছেন।
সেবার মহেন্দ্র দাস ঠাকুরকে পৌষ সংক্রান্তিতে নোয়াখালী যাওয়ার নিমন্ত্রণ করেছিলেন। ফেনীতে প্রথম দার বাড়িতে শ্রী শ্রী ঠাকুর তখন অবস্থান করছেন।
মহেন্দ্রদাস ঠাকুরকে অনুরোধ করে বলেন --ঠাকুর, এবার পৌষ সংক্রান্তিতে আপনাকে আমাদের বাড়িতে যেতে হবে। পিঠা দিয়া ভোগ দিবে বলে আমার স্ত্রী বিশেষ অনুরোধ করে পাঠিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর তার বাড়িতে যেতে রাজি হয়েছিলেন।
বেশ কিছুদিন পর ফেনী যাওয়ার পথে লাকসাম স্টেশনে মহেন্দ্র দাস ঠাকুরকে প্রণাম করে তার পাশে বসে অনেক কথা বলার পর বললেন --- কই ঠাকুর, আমার বাড়িতে পৌষ সংক্রান্তিতে গেলেন না তো? শ্রী শ্রী ঠাকুর একটু হেসে উত্তরে বললেন, আমি তো ঐদিন আপনার বাড়িতে গেছিলাম।
দেখলাম আপনারা দুই ভাই ঘরের দরজায় লাঠি হাতে দাঁড়িয়ে আছেন। আপনাগো দুই ভাইয়ের কান্ড কারখানা দেইখা চইলা আইছিলাম। শ্রী শ্রী ঠাকুর তখন মৃদু মৃদু হাসছিলেন।
প্রথম দা এবং রোহিণী বাবুরা সেই দিনের ঘটনাটি সম্পর্কে মহেন্দ্র বাবুকে জিজ্ঞাসা করলেন। মহেন্দ্র বাবু অত্যন্ত সংকুচিত ভাবে বললেন ---- সত্যিই আমরা দুই ভাই সংক্রান্তির দিনে ঝগড়া করে সন্ধ্যাবেলায় লাঠি হাতে দাঁড়িয়ে বকাবকি করছিলাম। শ্রী শ্রী ঠাকুর আশ্রতিদের পরমগতি, তাই তিনি সর্বদা আশ্রিতদের প্রতি লক্ষ্য রাখেন।
এই ছিল পৌষ সংক্রান্তির দিনে শ্রীশ্রী রামঠাকুরের লীলার এক অভূতপূর্ব ঘটনা। তাঁর দিব্যশক্তি ও করুণা আমাদের জীবনে সর্বদা পথ দেখায়।
আপনারা যদি এই ধরনের আরও আধ্যাত্মিক ঘটনা শুনতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয়গুরু, জয়রাম!




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন